শাহানাজ শানু ঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সময় প্রকাশনের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুলের শিশুদের মাঝে সৃজনশীল বই বিতরণ
(২১ই আগস্ট) সোমবার সকাল ১০:৩০ মিনিটে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর অবস্থিত প্যারাডাইস স্কুলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সময় প্রকাশনীর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে লেখক লুৎফর রহমানের “উন্নত জীবন” বইটি বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, লেখক ও গবেষক মোঃ আব্দুল লতিফ মন্ডল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সময় প্রকাশন স্বত্বাধিকারি ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থগারের সাবেক পরিচালক, মোহাম্মদ জিল্লুর রহমান, প্যারাডাইস স্কুলের প্রিন্সিপাল, রেহানা পারভিন মুক্তা। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ তারেকউজ্জামান খান, প্রতিষ্ঠাতা ও সভাপতি, উত্তরা পাবলিক লাইব্রেরি। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর এ কে মিলন, অধ্যক্ষ, ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ। আগত অতিথিবৃন্দ কোমলমতি শিশুদেরকে বই পড়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন। যেন আগামী প্রজন্ম বই পড়ার মাধ্যমে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। আমন্ত্রিত অতিথিবৃন্দ উত্তরা পাবলিক লাইব্রেরী এবং সময় প্রকাশন স্বত্বাধিকার কে ধন্যবাদ জানান। কোমলমতি শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করেন তারা। সময় প্রকাশনীর স্বত্বাধিকারি ফরিদ আহমেদ কোমলমতি শিশুদের উদ্দেশ্যে বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই গড়বে আগামীর সুন্দর বিনির্মাণ বাংলাদেশ। তিনি কোমলমতি শিশুদেরকে গল্পের তালে তালে দিক নির্দেশনামূলক কথা বলেন”।