শাহানাজ শানু:ডেঙ্গুজ্বর প্রতিরোধে করণীয় ও গণসচেতনায়,ঢাকা ১০ আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী মোঃ শাহজাহান বলেন আসুন আমরা সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ এডিস মশা নিধনে আত্মা নিযোগ করি। আমরা জানি এরিস মশার কামড়ে, ডেঙ্গু জ্বর সৃষ্টি হয়। ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে হলে এডিস মশা নিধনে সরকারি উদ্যোগের পাশাপাশি দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এডিস মশা নিধনে আমাদের করণীয়👉 ১। বাড়ির আশপাশ বা বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন।২। বাড়ির চারপাশে পানি যাহাতে জমে না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন ৩। ড্রেন নিয়মিত পরিষ্কার করার কাজে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা করুন,৪। দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন,৫। এসি এয়াকুলার সহ ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিন ৬। জ্বরে আক্রান্ত হলে ডেঙ্গু জ্বরের সম্ভাব্যতা পরীক্ষা করুন।
ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন হই, সুস্থ থাকি।
জনস্বার্থে ঢাকা ১০ আসন জাতীয় পার্টি।