শাহানাজ শানুঃ আজ শনিবার ৯ সেপ্টেম্বর পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ি) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুল গফুর এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে কাজী আব্দুল গফুর বলেন জাতীয় পার্টি যদি দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ি) আসনে আমাকে মনোনয়ন দেয় আমি জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হলে এলাকার সকল উন্নয়নমূলক কাজে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো এবং সন্ত্রাস, দুর্নীতি, চাদাবাজ ও মাদক মুক্ত সমাজ গঠনে সচেষ্ট থাকব।
সংবাদ সম্মেলনটি আয়োজন করে দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টি, এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সহ স্থানীয় মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।