নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা জেলেপাড়া থেকে বিপুল পরিমাণ মাদক সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক (১)কোটি টাকা।
(১৬ আগষ্ট) বুধবার বিকেলে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম) মাদক উদ্ধারের বিষয়টি মিডিয়া ব্রিফিং করে নিশ্চিত করেন।
এরআগে বুধবার ভোররাত তিনটার দিকে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের টিম পাগলা জেলে পাড়া মিঠুনের বসত বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদকসহ তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের হেফাজত থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ২৫০ কেজি গাজাঁ, ২ হাজার পিছ ইয়াবা ও ৪০০ পুরিয়া হেরোইন উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- জেলার ফতুল্লা মডেল থানার কুতুবআইল এলাকার, মৃত মেবারক হোসেনের ছেলে খালিদ হাসান রবিন (৩৪), একই থানার পাগলা পশ্চিম পাড়ার মোখলেচুর রহমানের ছেলে ইমরান রহমান মিঠুন (৩২), পূর্ব দেলপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে মো. আক্তার হোসেন ওরফে আবির ওরফে কিলার আক্তার(৩৪), জেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারীর মৃত জুলহাস মিয়ার ছেলে মো. আকাশ (৩০), ও বরগুনা জেলার আমতলী থানার গেরাবুনিয়ার মো. খলিল হাওলাদারের ছেলে মো. কাউছার (২৩)।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃতরা ভারত থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লা বর্ডার এলাকা থেকে কাভার্ডভ্যান যোগে নিয়ে এসে ঢাকা জেলাসহ নারায়ণগঞ্জ জেলার সকল থানায় পাইকারী বিক্রয় করে থাকে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।