নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৮০ জন শ্রমিকের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
৬ আগস্ট রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শ্রমিকদের মধ্যে মোট ৪০ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মহিদুর রহমান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব বিমলেন্দু ভৌমিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের ডিআইজিসহ অন্যান্য কর্মকর্তারা।