নারায়ণগঞ্জ প্রতিনিধীঃ পূর্ব শত্রুতার জেরে সিজান (২২) নামের এক যুবকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত সিজান নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের পশ্চিম রসুলপুর, ভাঙ্গারপুল এলাকার দুলাল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পশ্চিম রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত জিসানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল,খানপুর,নারায়ণগঞ্জ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
এ ঘটনায় সিজান বাদী হয়ে রাজু, রানা, আবির, রেজাউল, মাসুদ সহ আরও অজ্ঞাতনামা ৫/৭ জনকে অাসামী করে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করে।
জানা যায়, পূর্ব শত্রুতা জের ধরিয়া জিসানকে রাস্তা ঘাটে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি ধমকি প্রদান করিয়া আসিতেছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ফতুল্লা থানাধীন কুতুবপুরস্থ মধ্য রসূলপুর এলাকার খোরশেদ মিয়ার দোকানের সামনে রাস্তা দিয়া বাসায় আসার সময় উক্ত সন্ত্রাসীরাসহ আরও অজ্ঞাত নামা ৫/৭ জন
দেশীয় অস্ত্র সস্ত্র চাকু ও চাপাতি দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরত্বর রক্তাক্ত কাটা জখম করে। এসময় সাথে থাকা মোবাইল ফোন নগত টাকা ও একটি দেড় লাখ টাকার চেক নিয়ে নেয়।
সিজানের ডাক চিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসিলে তাকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ নূরে আযম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।