নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা মডেল থানাধীন কায়েমপুর বটতলা এলাকার আবুল মেম্বার এর ছেলে মনা (৪০) ও মিশু(৩৫) পিতা অজ্ঞাত কে মারামারি ও হত্যার উদ্যেশ্যে হামলার মামলায় ( ফতুল্লা মডেল থানা মামলা নং ৭/৯/২৩) আটক দেখিয়ে ৩ সেপ্টেম্বর বিকেলে আদালতে প্রেরণ করেন ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম।
উক্ত ঘটনায় ১লা সেপ্টেম্বর ভোক্তভোগী মোহাম্মদ জসিম উদ্দিনের স্ত্রী মোসাঃ লাবনী আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মনা,মিশু, ও জাহাঙ্গীরের নাম উল্যেখ সহ অজ্ঞাত নামা ৩/৪ জনের বিরুদ্দ্যে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি করইতলা এলাকার মেসার্স আসপি ট্রেডার্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও জোট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন গত ২৭ আগস্ট রাতে আনুমানিক রাত ১১ টার দিকে ফতুল্লা থানাধীন পশ্চিম কায়েমপুর বটতলা এলাকায় জনৈক কাজলের ক্লাবে বাউল গান শুনতে যায় পরে রাত ১২টা ৩০ মিনিটের দিকে কাজলের ক্লাবের পাশে একটি দোকান থেকে পান ও সিগারেট কিনে ক্লাবে ফেরার সময় পূর্ব শত্রুতার জেরে উল্লেখিত বিবাদীগণ দেশীয় অস্ত্র নিয়ে মোঃ জসিম উদ্দিনের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এ সময় ১নং বিবাদী মনার হাতে থাকা রড দিয়ে মাথায় আঘাত করার সময় জসীম উদ্দীন ডান হাত দিয়ে তা ফিরাতে গেলে তার ডান হাতের বাহু ভেঙে যায় এবং জসীম উদ্দীন মাটিতে লুটিয়ে পড়ে সে সময় অন্য বিবাদীরা তাকে কিল ঘুষি ও লাথি মারতে থাকে এক পর্যায়ে মনা জসিমের প্যান্টের পকেটে থাকা ১৬,৭০০ টাকা ছিনিয়ে নেয়।তাহার ডাক চিৎকারে আসেপাশের লোকজন আগাইয়া আসলে হামলাকারীরা পালাইয়া যায়।তার পরিবারের লোকজন খবর পাইয়া সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম এর সাথে মোঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান ভোক্তভোগী মোহাম্মদ জসিম উদ্দিনের স্ত্রী মোসাঃ লাবনী আক্তারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে একটি মামলা রুজু করা হয় এবং সেই মামলায় তাদেরকে আদালতে প্রেরন করা হয়।