নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার আলোচিত সুট্যার সোহেল হত্যা মামলার প্রধান স্বাক্ষী জসিমকে হত্যার হুমকী দিয়েছে মামলার আসামী রনি-কানা সুমন বাহিনী। মামলার আগামী হাজিরায় স্বাক্ষী দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। স্বাক্ষী দিলেই পরিবারের উপর হামলারও হুমকী দিয়েছে আসামীরা।
এরআগেও সোহেল হত্যা মামলার আসামীরা জসিমকে হত্যার হুমকী দেয়ায় ফতুল্লা মডেল থানায় একাধিক বার সাধারণ ডায়েরি দায়ের করেছে।
জসিম জানায়, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেল হত্যা মামলার প্রধান স্বাক্ষী আমি। এ কারণে মামলার আসামী রনি,কানা সুমন, আবুল, ডাকাত আব্দুল আমাকে প্রায় সময়ই হুমকী দিয়ে আসছে। এরআগে আদালত প্রাঙ্গন থেকে আমাকে অপহরণের চেষ্টা করেছিল।এ ঘটনায় আমি ফতুল্লা মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি দায়ের করেছিলাম।
উল্লেখ্য, ২০১০ সালের ১৯ মার্চ বিকেলে থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেলকে সাবেক এমপি কবরীর ক্যাডার বাহিনীর সদস্য রনি,কানা সুমন, আবুল, ডাকাত আব্দুলসহ প্রায় ডাজনখানেক সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে। এসময় জসিমকেও হত্যার চেষ্টা করা হয়।