বাংলাদেশ জনসেবা পার্টি (বাজপা) ও জাতীয় জনজোট (১২ দলীয় রাজনৈতিক জোট) এর চেয়ারম্যান ড. নজরুল ইসলাম ভূঁইয়া ও তার পুত্র আসিনুল ইসলাম ভূইয়া ফুয়াদ গত ২৭ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ১২.৪০ মিনিটে নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড থেকে অটো রিকসায় আসার পথে মাদানী নগর মাদ্রাসার সন্নিকটে ১০ (দশ) তলার সামনে, উল্টা দিক থেকে একটি ট্রাক হঠাৎ এসে ঘুরতে গিয়ে জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটো রিকসায় গুরুতর আহত হয়।
গত ২৭ জুলাই বৃহস্পতিবার প্রথমে ঢাকা মেডিক্যাল ও তারপরে দিবাগত আনুমানিক রাত ১টার দিকে পঙ্গু হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক। ড. নজরুল ইসলাম ভূঁইয়া পঙ্গু হাসপাতালে নতুন বিল্ডিং এর ৭ম তলা ৭২৪ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত ড. নজরুল ইসলাম ভূইয়ার কোন অপারেশন হয় নাই বলে জানা যায়।
তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর নিকট তার রোগ মুক্তির জন্য বিশেষভাবে দোয়া কামনা করেছেন।