সাগর আহামেদ মিলন: ব্লাড ক্যান্সারে আক্রান্ত মোঃ রানা(১৮) বাঁচতে চায়। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের কাছে সহায়তা চায় তার পরিবার। মোঃ রানা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মোঃ রানা ছোট বেলা থেকে তার মা কে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার ভাড়া বাড়িতে খেয়ে না খেয়ে জীবন কাটাতেন।মা একটা কিন্ডার গার্ডেনে দপ্তরির কাজ করে ছেলেকে দাখিল পাশ করান।দারিদ্রতার কারণে দাখিল পাশ করে লেখাপড়ায় ইতি টানতে হয়।পরে আর একে সিরামিক্সে চাকরি করে মাকে নিয়ে কোন মতে তার সংসার চলছিল।হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারে নেমে আসে কষ্টের ছায়া। কারণ তিনিই পরিবারের একমাত্র উপার্জন কারী ছিলেন।
বর্তমানে তিনি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ধারদেনা করে অনেক কষ্টে এতো দিন চিকিৎসা চালিয়েছেন তার পরিবার। তবে বর্তমানে টাকার অভাবে তার ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেছে। এখন তার বৃদ্ধ মাকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে। ঔষধ খাওয়ার মতো কোন সামর্থ নেই। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি সাহায্য করতেন তবে তার খুবই উপকার হতো।
সাহায্য পাঠানোর ঠিকানা:
রহিমা খাতুন
01853411832