1. admin@topnewsbd.net : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ ভুক্তভোগীর দিনাজপুর ৫ আসনে মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুল গফুরের সংবাদ সম্মেলন বাকেরগঞ্জের পাণ্ডব নদীতে নৌ পুলিশের অভিযান, ২টি ট্রলার আটক সাইবার সিকিউরিটি আইন করা হয়েছে গণমাধ্যমের কন্ঠরোধ করতে – জি এম, কাদের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপনের ঘোষণা গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অগ্রাধিকার দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আহবান র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ ফতুল্লার বাবু হত্যায় জড়িত ৩ জন গ্রেফতার মেঘনায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ও আহত ১২ নড়াইল ২ আসনে নির্বাচনী বৈষম্য ঘনীভূত, বিস্মিত লোহাগাড়া বাসি সাংসদ শামীম ওসমানের ডাকে অনুষ্ঠিত সর্ববৃহৎ মহাসমাবেশে আজমত আলীর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান ।

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লার “পিচ্চি মানিক” হত্যার ঘটনায় জড়িত ১ জন গ্রেফতার

Top News BD Desk :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

গত ২৪জুলাই নারায়ণগঞ্জ ফতুল্লার চানমারী এলাকায় পিচ্চি মানিক নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর নৃশংস মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায়, ভিকটিম “পিচ্চি মানিক” এর সাথে আসামীদের সঙ্গে নানা বিষয়ে পূর্বশত্রুতা ছিল। গত ২৪জুলাই রাত ৮ ঘটিকায় ভিকটিম “পিচ্চি মানিক” তাঁর বন্ধুদের সঙ্গে চানমারীর সেকশন বাড়ির উদ্দেশ্যে বের হন। আনুমানিক রাত ০৮.৪৫ ঘটিকায় চানমারী মাউরা পট্টি দোতলা গার্মেন্টস সংলগ্ন গ্রেফতারকৃত ০১ নং আসামী মোঃ শরীফের গ্যারেজের সামনে পৌঁছালে আসামী শরীফ ভিকটিম “পিচ্চি মানিক” কে সালিশের কথা বলে কৌশলে নিজের গ্যারেজের ভিতর নিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী তুহিন (২৫) সহ সঙ্গীয় অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম “পিচ্চি মানিক” এর হাত-পা বেঁধে ধারালো চাপাতি, ছোড়া, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্রদ্বারা কোপাতে থাকে। এ সময় তাঁর চিৎকার শুনে বন্ধুরা এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করে। ঘটনাস্থলে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে আসামীরা পালিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জ সহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় নিহত “পিচ্চি মানিক” এর স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মোঃ দাউদ (৫৫), মোঃ শরীফ (৩৫), আরিফ (২৯), সজিব (২৭), শান্ত @ ইয়াকুব আলী (২৩), নাঈম (২১), তুহিন (২৫), জিসান (২০), জুয়েল (২০) এবং অজ্ঞাতনামা ৬/৭ জনকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৫৯, তারিখ ২৫ জুলাই। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় পলাতক আসামীরা কৌশলে আত্মগোপন থাকে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী এর যৌথ আভিযানিক দল ৮ আগষ্ট দুপুরে বরগুনা জেলার আমতলী থানাধীন সোনাউটা এলাকা হতে ফতুল্লা থানার চাঞ্চল্যকর “পিচ্চি মানিক” হত্যা মামলার জড়িত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাঁনমারী (মাউরাপট্টি) এলাকার মিজানের ছেলে তুহিন(২৫)’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান
র‌্যাব-১১এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা