১৬ ই সেপ্টেম্বর সাংসদ শামীম ওসমানের ডাকে অনুষ্ঠিত স্মরনকালের সর্ববৃহৎ মহাসমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে
ফতুল্লা থানা যুবলীগের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং ফতুল্লা থানা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী আলহাজ্ব আজমত আলী আজমত এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে মহাসমাবেশে যোগদান করেন । তিনি গত ১১ সেপ্টেম্বর তার নেতাকর্মীদের নিয়ে করেছেন প্রস্তুতি সভা, দিয়েছেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। তাই আলহাজ্ব আজমত আলীর নেতৃত্বে আজ বিশাল বড় শোডাউন হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
মিছিলটি কাঠেরপুল থেকে শুরু হয়ে শিবু মার্কেট হয়ে মহাসমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
এ সময় বৃহত্তর কোতালেরবাগ, কুতুবাইল, সস্তাপুর, তক্কার মাঠ, শিয়াচর, লালখা, রামারবাগ ও লামাপাড়াসহ আশেপাশের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিল।
সম্পাদক ও প্রকাশক : মো: জাহির আলম শিকদার।
নির্বাহী সম্পাদক : সাহানাজ সানু।
যোগাযোগ : ৯৫, মতিঝিল ৫ম তলা, ঢাকা - ১০০০।
ফোন: 01740403333.
ইমেইল: topnewsbangla71@gmail.com