১৬ ই সেপ্টেম্বর সাংসদ শামীম ওসমানের ডাকে অনুষ্ঠিতব্য হতে যাচ্ছে ইতিহাসে স্মরনকালের সর্ববৃহৎ মহাসমাবেশ। সেই মহাসমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে ইতোমধ্যে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও অংগসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন সাংসদ আলহাজ্ব শামীম ওসমান। নির্দেশনা অনুযায়ী নেতৃবৃন্দ তাদের কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছে।
শামীম ওসমানের ডাকে মহাসমাবেশ স্মরণীয় করে রাখতে থানা যুবলীগের পক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী আলহাজ্ব আজমত আলী। তিনি গত ১১ সেপ্টেম্বর তার নেতাকর্মীদের নিয়ে করেছেন প্রস্তুতি সভা, দিয়েছেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। তাই আলহাজ্ব আজমত আলীর নেতৃত্বে ঐদিন সবচেয়ে বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে বৃহত্তর কোতালেরবাগ, কুতুবাইল, সস্তাপুর, তক্কার মাঠ, শিয়াচর, লালখা, রামারবাগ ও লামাপাড়াসহ আশেপাশের নেতৃবৃন্দ।
১৬ ই সেপ্টেম্বরের মহাসমাবেশে আজমত আলীর শোডাউনকে সুদৃশ্য ও দৃষ্টিনন্দন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুবলীগ নেতা মীর জুয়েল ও সজল বিন ইবু। ঐদিন আজমত আলীর নেতৃত্বে চমক দেখাতে চায় ঐই দুই যুবলীগ নেতা। আজমত আলীর শোডাউনে শত শত নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে যোগ দিবে মোঃ জসিম, মোঃ পিন্টু ও মোঃ সুমন ।